চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের এনজয় ৬এস ফোন উন্মুক্ত করেছে। ফোনটি চীনের বাজারে সোনালি, রুপালি এবং সাদা রঙের সংস্করণে পাওয়া যাবে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
এনজয় ৬এস স্মার্টফোনটি এনজয় ৬ এর আপগ্রেড সংস্করণ এবং পূর্বসুরির মতো প্রায় একই ডিজাইনের এই ফোনে শুধু ব্যাক প্যানেলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেটাল বডির এই ফোনে ৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও ৬এস এর ফিচারে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর এবং সাথে আছে ৩ জিবি র্যাম। স্টোরেজের জন্য রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। ছবি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে এফ/২.২ অ্যাপারচার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৩০২০ এমএএইচ ব্যাটারির এই ফোন চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোতে সাথে আছে হুয়াওয়ে ইমোশন ইউআই ৪.১। এছাড়াও ফোনটি ৪জি সমর্থন করবে।
ডুয়েল সিমের এই ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

0 comments:
Post a Comment