ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম নতুন সিকিউরিটি ফিচার আপডেট করেছে। আর এই ফিচারে ব্যবহারকারীরা প্রথমবারের মতো আলাদা আলাদা পোস্টের জন্য ‘কমেন্ট’ অপশনটি বন্ধ করে দেওয়ার সুবিধা পাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মকে নিরাপদ এবং সকল ব্যবহারকারীকে স্বাগতম জানানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ফিচারে ফলোয়ার রিমুভ করার সুবিধাও দিবে এখন থেকে। আগে ফলোয়ার অ্যাপ্রুভ করার সময় ব্যক্তিগত আপডেট দেখার অনুমতি দিতে হতো ফলোয়ারকে। আর ব্লক ছাড়া তাদের ফলো করার অপশনটি বন্ধের কোনো উপায় ছিল না।
তবে এ সব সুবিধা এই মুহূর্তে অল্প সংখ্যক ভেরিফাইড ব্যবহারকারীর জন্য চালু হয়েছে। সকল ব্যবহারকারীর জন্য কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে এই আপডেট।
বেশ কিছু হাই প্রোফাইল ব্যবহারকারী ইন্সটাগ্রামের অপব্যবহারের কারণে এই সাইট ত্যাগ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, জাস্টিন বিবার গত সপ্তাহে বলেন, ‘ইন্সটাগ্রাম শয়তানের জন্য’। আর এর পরই আপডেট আনল প্রতিষ্ঠানটি।

0 comments:
Post a Comment