হেডফোন জ্যাক থাকবে না স্যামসাং গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে। সংবাদমাধ্যম স্যামমোবাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে চার্জ এবং গান শোনার জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে। নোট ৭ স্মার্টফোনেও ইউএসবি-সি পোর্ট ছিল।
অনলাইনে ছড়ানো গুজবকে পাত্তা দিয়ে স্যামমোবাইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, হেডফোন জ্যাক না থাকায় স্টেরিও স্পিকারসহ ফোনটি বাজারজাত হতে পারে। তাছাড়া ফোনটিতে কোনো হোম বাটন থাকবে না বলেও শোনা যাচ্ছে। ফোনটির ২কে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
একই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিভাইসটিতে নতুন স্ক্রিনে একই রেজ্যুলেশন থাকবে তবে পেনটাইল লআউট থাকবে না। কেননা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে এর শার্পনেস উন্নত হওয়া দরকার।
এই ডিভাইস দিয়ে অনেক কিছুই প্রমাণ করার আছে স্যামসাংয়ের। তবে অনলাইনে ছড়ানো এসব গুজব ফোনটিকে জনসমক্ষে আকর্ষণীয় করে তুলছে। এখন দেখার বিষয়, কতোটা ‘নিরাপদ’ গ্যালাক্সি এস৮ বাজারে ছাড়তে পারে স্যামসাং?

0 comments:
Post a Comment