আজকের এই ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট দিয়েই আমার ইলেকট্রনিক্সে হাতে খড়ি। হ্যাঁ, এটা একটা ডার্ক সেন্সর বা অন্ধকার সংবেদী ডিভাইজ।
এই ধরণের সার্কিট বেশ সহজ হয় বানাতে। যে কেউ এটা বানাতে পারে।
কিন্তু আমাদের ব্লগের জন্য, আমি আবার এটা বানালাম।
এই ধরণের সার্কিট বেশ সহজ হয় বানাতে। যে কেউ এটা বানাতে পারে।
কিন্তু আমাদের ব্লগের জন্য, আমি আবার এটা বানালাম।
এই সার্কিটে আমি বিসি৫৪৭ এনপিএন ট্রাঞ্জিস্টর ব্যবহার করেছি।
একটা এনপিএন ট্রাঞ্জিস্টর সুইচ করতে হলে পজিটিভ চার্জ দরকার হয়।এবং সেন্সর হিসেবে আমি এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর ব্যবহার করেছি। এটি এক ধরণের ফটো রিসিস্টর।এলডিআর এর রেজিস্ট্যান্স বা রোধকত্ব তার ওপরের আলোর উপস্থিতির ওপর নির্ভর করে।
যখন এলডিআর এর উপরে আলোর উপস্থিতি বেড়ে যায়, তখন এলডিআর এর রিসিট্যান্স অনেক কমে শূন্যের কোঠায় চলে যায়। আবার যখন আলো কমে যায় তখন এর রোধকত্ব বেড়ে যায়। এবং প্রায় ১ মেগা ওহমের উপরে চলে যায়।
ট্রাঞ্জিস্টরে পজিটিভ বায়াস দিতে আমি একটা ১০০ কিলো ওহমের ভলিউম বা পটেনশিওমিটার লাগিয়েছি। এবং এলডিআর দিয়ে গ্রাউন্ড বায়স দিয়েছি।
যখন এলডিআর এর উপরে আলো পড়ে তখন রোধ কমে যায় এবং পজিটিভ চার্জ ট্রাঞ্জিস্টর সুইচ না করে গ্রাউন্ডে চলে যায়। আর এলইডি বন্ধ থাকে।আবার এলডিআরে ছায়া পড়লে এলডিআর এর রোধ বেড়ে যায় এবং পজিটিভ চার্জ আর গ্রাউন্ডে না যেয়ে বেজ সুইচ করে। আর এলইডি জ্বলে ওঠে।
এভাবে এটা দিয়ে অটোমেটিক নাইট লাইট বানানো যাবে।
সব শেষে ভিডিও টিউটোরিয়াল আছে।


ডার্ক সেন্সর বানাও, অন্ধকারে নিজেই জ্বলবে আলো! >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
ডার্ক সেন্সর বানাও, অন্ধকারে নিজেই জ্বলবে আলো! >>>>> Download LINK
>>>>> Download Now
ডার্ক সেন্সর বানাও, অন্ধকারে নিজেই জ্বলবে আলো! >>>>> Download Full
>>>>> Download LINK Km