Welcome back… বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালই আছো এন্ড দোয়া করি সবসময় তাই ই থাকো 😉 যাইহোক ,আজ আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছি! হ্যা, যারা মিউজিক বা গান নিয়ে খেলতে ভালবাসেন তাদের জন্য নিয়ে এলাম এযাবতকালের সেরা একটি ডিজে অ্যাপ বা মিউজিক মিক্সার।আপনারা এর মাধ্যমে কয়েকটি গান কে মিক্স করে হালকা মশলা দিয়ে মজাদার হালিমের মত দারুণ কিছু বানাতে পারবেন খুব সহজেই 😉 প্লেস্টোরে এর রেটিং বা রিভিউ দেখলেই বুঝে যাবেন সবাই কতোটা সন্তুষ্ট অ্যাপ টি নিয়ে।
প্লেস্টোরে এর মূল্যমান 5.22 ডলার! সেখান থেকে যদি ইন্সটল করতে চান তাহলে ৫ ডলার খরচ করেই করতে হবে।কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঝামেলা বিহিন ডাউনলোড লিংক।যেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন কোন ডলার বা টাকা ছাড়াই।
দেরি না করে আজকেই নিয়ে নিন এই চমৎকার অ্যাপটি
অ্যাপ ডাউনলোড লিংক ঃClick Here To Download
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।আবার আসবো নতুন কিছু, তখন বকবক করবো অন্য এক টপিক নিয়ে ! অপেক্ষায় থাইকেন কিন্তু 😉 কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।পোস্ট টি ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না।


0 comments:
Post a Comment