আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহ্র রহমতে সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। পুরো গুগোল সার্চ করেও
এই সফটয়ারটি পাইনি। আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছথেকে ছলে বলে কোওশলে, সফটয়ারটি নিলাম।আর আপনাদের সাথে শেয়ার নাকরে থাকতে পারলামনা। টেকটিউনসের কাছথেকে অনেক কিছু শিখি। তাই নিযে কিছু জেনে, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলামনা। আশা করি আপনারা উপক্রিত হবেন।
- এটার সাহায্যে আপনি একটি আগে থেকে খোলা ১ টি জিমেইল দিয়ে ১০ টা একাউন্ট খুলতে পারবেন।
- তারপর সেটিং থেকে এপ্স ডাটা ক্লিয়ার করে অথবা,
- সফটয়ারটি নতুন করে ইন্সটাল করে আরেকটি জিমেইল দিয়ে পুনোরায় ১০ টি একাউন্ট খুলতে পারবেন
- মনে রাখবেন যেই জিমেইল টি দিয়ে প্রথমে লগিন করবেন সেটি জেন ভেরিফাইট করা একাউন্ট হয়।
- প্রথমে লগইন করে সফটয়ারটির হোম পেযে ক্লিক করুন।
- তারপর নিউ একাউন্ট অপশনটি ক্লিক করুন
- তারপর সাধারন জিমেইলের মতকরে ইচ্ছা মত নাম বয়স ব্যবহার করে জিমেইল তৈরি করুন
- ৫ টা জিমেইল থাকলে আশাকরি ৪০ থেকে ৫০ টা জিমেইল বানানো যাবে।

0 comments:
Post a Comment