উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত নতুন ট্যাবলেট তৈরি করছে শাওমি। মি প্যাড ৩ নামের ট্যাবলেটটির কিছু ছবি ও তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
গিজমো চায়না ওয়েবসাইটে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মি প্যাড ৩ দুটি ভিন্ন অভ্যন্তরীণ স্টোরেজে ৩০ ডিসেম্বর নাগাদ বাজারে আসবে। ট্যাবলেটের ১২৮ ও ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে যথাক্রমে ২৮৮ এবং ৪৩৩ মার্কিন ডলার। তাছাড়া ১৫ মার্কিন ডলারে ট্যাবলেটের সঙ্গে একটি কি-বোর্ড ডকও কিনতে পাওয়া যাবে।
মি প্যাড ২ থেকে অপেক্ষাকৃত বড় মি প্যাড ৩ ট্যাবলেটে ২০৪৮*১৫৩৬ পিক্সেল রেজ্যুলেশনের। এতে ৯.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। অ্যাপলের আইপ্যাড প্রো ৯.৭ ট্যাবলেটের মতো একই ডিসপ্লে সাইজ এবং রেজ্যুলেশনে শাওমির নতুন এ ট্যাবলেট বাজারে আসছে। অনলাইনে ছড়ানো গুজব অনুযায়ী, শাওমি মি প্যাড ৩ ট্যাবলেটে ৮ জিবি র্যামসহ ইনটেল কোর এম৩-৭ওয়াই৩০ (সেভেন জেনারেশন) সিস্টেম অন চিপ থাকবে।
এছাড়া উইন্ডোজ ১০ ট্যাবলেটটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শুট্যার থাকবে। ট্যাবলেটটিতে ৮,২৯০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এর আগে মি প্যাড ২ অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ১০ দুই ভ্যারিয়েন্টেই বাজারে এসেছিল, ফলে মি প্যাড ৩ ট্যাবলেটও একই ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।

0 comments:
Post a Comment