সার্চ জায়ান্ট গুগলের নতুন কিবোর্ড অ্যাপ জিবোর্ড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে উন্মুক্ত করা হয়েছে। ‘গুগল কিবোর্ড অ্যাপ ফর অ্যান্ড্রয়েড’ নামের এই কিবোর্ড কোনো কিছু ইনস্টল ছাড়াই পরবর্তী একটি আপডেটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেয়ে যাবে।
বেশ কিছুদিন আগে প্রথমে এই কিবোর্ডটি আইওএসের জন্য প্রকাশ করা হয়। এই কিবোর্ডের একটি বিশেষ ফিচার হলো- ‘জি’ বাটন। এই বাটন দিয়ে খুব সহজেই আশেপাশের রেস্টুরেন্ট, সংবাদ, খেলাধুলার স্কোর ভিডিও কিংবা ছবি ইত্যাদি সার্চ করা যাবে। এই কিবোর্ডের সঙ্গে গুগলের মেসেঞ্জার, অ্যালো এবং হ্যাংআউট বিল্টইন হিসেবে আছে।
জিবোর্ডে বর্তমানে ১০০টি ভাষা রয়েছে। আর টাইপ করার সময় এই ভাষাগুলোর মধ্যে হলে গুগল তা স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দিবে। এ ছাড়াও ভয়েস টাইপিং, বিল্ট ইন ইমোজি এবং জিআইএফ সার্চ রয়েছে এই কিবোর্ডে।

0 comments:
Post a Comment