ভিডিও গেম বললেই চোখের সামনে ভেসে ওঠে শিশু-কিশোরের ছবি। কিন্তু এখন শুধু শিশু-কিশোর নয়, তরুণ থেকে শুরু করে মধ্যবয়স্ক ব্যক্তিদেরও ভিডিও গেমস নিয়ে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। আর ভিডিও গেমপ্রেমীদের জন্য এ বছরটি ছিল দুর্দান্ত। সনি প্লেস্টেশন, মাইক্রোসফট এক্সবক্স কিংবা পিসিতে দুর্দান্ত গ্রাফিকস গেম হিসেবে অনেককেই মাতিয়ে রেখেছিল এ গেমগুলো।
আনচার্টেড ৪: অ্যা থিফস এন্ড: সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের তৈরি ও নটি ডগসের প্রকাশনায় অ্যাকশন রোমাঞ্চে ভরপুর গেমটি এ বছর উন্মুক্ত হয়। এটি আনচার্টেড ৩ গেমটির সিক্যুয়েল। গেমটির প্রধান চরিত্র নাথান ড্রেক। গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে তৈরি গেমটি। এটি শুধু প্লেস্টেশন প্ল্যাটফর্মের জন্য তৈরি। সিংগেলপ্লেয়ার ও মাল্টিপ্লেয়ার মোডে গেমটি খেলা যায়।
অন্যান্য: এ বছরে অন্যান্য গেমের মধ্যে আলোচনায় ছিল ফিফা ১৭, গিয়ার্স অব ওয়্যার ৪, ডিজঅনার্ড টু, ফায়ারওয়াচ প্রভৃতি।

0 comments:
Post a Comment