সেরা ৫ অ্যাপ
১. গুগল ডুয়ো: গুগল প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের নাম গুগলের ডুয়ো। স্কাইপ ও অ্যাপলের ফেসটাইমের মতোই কনটাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের ভিডিও কল করার সুবিধা দেয় অ্যাপটি।
২. এমএসকিউআরডি: লাইভ ফিল্টার যোগ করার অ্যাপ এটি। এর সাহায্যে ভিডিও ও ছবি তোলার সময় মুখে বিভিন্ন চরিত্রের মুখোশ পরে নেওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি এক কোটির বেশি ডাউনলোড হয়েছে।
৩. ক্যামেরা ৩৬০: বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন হিসেবে এ অ্যাপটি গুগল প্লে স্টোরে দারুণ জনপ্রিয় অ্যাপ।
৪. ইমোজি কি-বোর্ড: ফোনে বার্তা আদান-প্রদানের এখন প্রচুর ইমোজি ব্যবহৃত হচ্ছে। এ বছর জনপ্রিয় অ্যাপ হিসেবে ইমোজি কি-বোর্ড প্রচুর ডাউনলোড হয়েছে।
৫. ৩০ডে ফিট চ্যালেঞ্জ ওয়ার্কআউট:
ফিটনেসের অ্যাপ হিসেবে এটি এ বছর জনপ্রিয় অ্যাপ।

0 comments:
Post a Comment