অ্যাপল গ্যাজেটের জন্য থার্ড পার্টি চার্জার দামে অনেকটা সস্তা। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, ওইসব চার্জারের বেশিরভাগই নিরাপদ নয়। সম্প্রতি অ্যাপলের অ্যামাজনে ভুয়া অ্যাপল চার্জার বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
চার্টার্ড ট্রেডিং স্টান্ডার্ড ইন্সটিটিউট চারশো’টি নকল চার্জারের পরীক্ষা করে দেখে, পরীক্ষায় শুধুমাত্র তিনটিতে বৈদ্যুতিক শক ঠেকাতে যথেষ্ট রোধ ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ আটটি দেশ থেকে অনলাইনে চার্জার কিনে এনে সেগুলোতে উচ্চ ভোল্টেজে দিয়ে এই পরীক্ষা চালানো হয়।
চার্টার্ড ট্রেডিং স্ট্যান্ডার্স ইনস্টিটিউট-এর প্রধান নির্বাহী লিওন লাইভমোর বলেন, শুধু বিশ্বস্ত সূত্র থেকে ইলেকট্রনিক পণ্য কিনুন, এতে কিছু পাউন্ড বেশি খরচ হতে পারে কিন্তু নকল পণ্যগুলো কিনলে আপনি আপনার বাড়ি বা আপনার জীবনও হারাতে পারেন।
চলতি বছরের অক্টোবরে একটি থার্ড-পার্টি বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নকল চার্জার বিক্রির অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছিল অ্যাপল।

0 comments:
Post a Comment