এন্ড্রয়েডের বেস্ট ভিডিও ইডিটর অ্যাপ কোনটি? Viva Video, Video Show Editor,Imovie, Magisto নাকি Androvid Pro?? অনেকেই অনেক দিন পর্যন্ত জানতেন যে বেস্ট ভিডিও ইডিটর হচ্ছে Viva Video Editor ।কিন্তু সম্পূর্ণ অবাক করে দিয়ে এদের সবাইকে পিছনে ফেলে বর্তমানে বেস্ট ভিডিও ইডিটর অ্যাপের নাম হচ্ছে Power Director Video Editor !! চমৎকার সব ফিচার,অসাধারণ কার্যক্ষমতা ও স্ট্যাবিলিটির জন্য খুব কম সময়ে এটি একদম সেরার কাতারে চলে এসেছে।যারা বিশ্বাস করেন ভাইভা বেস্ট তারা এটা একটু ট্রাই করে দেখেন আপনার ধারণা পালটে যেতেও পারে।এটি দিয়ে আপনি অনেকাংশে পিসির মত ইডিট করতে পারবেন।চলুন এর কিছু ফিচার দেখে নেয়া যাক
বিশেষ ফিচারসমূহঃ
- বিভিন্ন দারূণ সব মুভির ইফেক্ট দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন বা গ্যালারির ভিডিও তেও ইফেক্ট দিতে পারবেন।
- অডিও ইডিট করতে পারবেন, এর মাধ্যমে আপনি ভিডিওর অডিওতেও ইফেক্ট দিতে পারবেন!
- ভিডিওর টাইমলাইন ইডিট করতে পারবেন!!
- স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন বা সাধারণ কোন ভিডিও কে স্লো মোশনে ইডিট করে সেভ করতে পারবেন।
- পিকচার আর ভিডিও একসাথে কলেজ করে এড করতে পারবেন!ভাবা যায়!!
- ভিডিও এর সাউন্ড কম থাকলে লাউড করতে পারবেন।
- এছাড়াও ভিডিও স্প্লিট বা রোটেট করতে পারবেন!
- পিকচার দিয়ে ভিডিও মেইক করতে পারবেন।
- এতসব ছাড়াও সাধারণ ভিডিও ইডিটরের সব বৈশিষ্টই বিদ্যমান দারূন এই অ্যাপটিতে!
অ্যাপটি ব্যবহার না করলে আসলে এর মুগ্ধতা বর্ণনা করা সম্ভব নয়।যারা ভিডিও নিয়ে কাজ করে থাকেন তারা এটি ট্রাই করতে পারেন।প্লেস্টোরে অ্যাপটি পাবেন কিন্তু সেখানে সব ভাল ফিচারগুলো লকড করা ।তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাপটির প্রো ভার্সন।যদি মনে হয় আপনার চাহিদার সাথে মিলে যাচ্ছে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।


0 comments:
Post a Comment