স্ন্যাপচ্যাটে প্রতিটি ব্যবহারকারীদের জন্য আলাদা আলাদা কিউআর কোড জেনারেট করার ফিচারটি অন্যতম ইউনিক ফিচার। এর মাধ্যমে স্ন্যাপচ্যাট অ্যাপলিকেশনটি ব্যবহার করা অবস্থায় আপনি যদি অন্য একজন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর কিউআর কোডটি আপনার স্মার্টফোন দিয়ে স্ক্যান করেন, তবে আপনার বন্ধু তালিকায় সেই ব্যবহারকারীও খুব সহজে যুক্ত হয়ে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও এই কিউআর কোড সুবিধা যুক্ত করা হয়েছে, তবে সুবিধাটি ব্যবহার করা স্ন্যাপচ্যাট অপেক্ষা কিছুটা কঠিন।
টুইটারে এই কিউআর কোড সুবিধা ব্যবহার করতে চাইলে আপনাকে প্রথমে আপনার প্রোফাইলের পেজে যেতে হবে। সেখান থেকে স্ক্রিনের ওপরে ডান দিকে থাকা ওভারফ্লো মেন্যুতে ট্যাপ করে কিউআর কোড সিলেক্ট করতে হবে। এরপর আপনি আপনার প্রোফাইলের কিউআর কোডটি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি ইচ্ছে করলে কিউআর কোডের ইমেজটি আপনার স্মার্টফোনের গ্যালারিতেও সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও এখান থেকে চাইলে আপনি কিউআর স্ক্যানার অপশনটি ব্যবহার করে অন্য একজন ব্যবহারকারীর কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন।

0 comments:
Post a Comment