লেইকো এবং কুলপ্যাড একযোগে কয়েক মাস আগেই কুল১ ডুয়াল স্মার্টফোন বাজারে ছেড়েছিল। কুলপ্যাডের কিছু শেয়ার কিনে নিয়ে লেইকো প্রথমারের মতো যৌথভাবে ওই স্মার্টফোনটি বাজারে ছেড়েছিল। আর এবার উভয় প্রতিষ্ঠানই যৌথভাবে আরও একটি স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।
চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট ‘টিনা’ সম্প্রতি একটি স্মার্টফোন বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে। স্মার্টফোনটির নাম ‘কুল’ হতে পারে বলে শোনা যাচ্ছে। টিনাতে থাকা তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যম গিজমোচায়না এক প্রতিবেদনে জানায়, নতুন লেইকো কুল স্মার্টফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮২১ সিস্টেম অন চিপসহ ৪ জিবি/৬ জিবি র্যাম থাকবে। স্মার্টফোনটি ৩২, ৬৪ এবং ১২৮ জিবি স্টোরেজে বাজারে আসবে।
লেইকো কুল স্মার্টফোনে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। কুল স্মার্টফোনটি লেইকো’র নিজস্ব ই-ইউজার ইন্টারফেস স্কিন লেয়ার ভিত্তিক অ্যান্ড্রয়েড ৬.০.১ অপারেটিং সিস্টেমে চলবে বলেও শোনা যাচ্ছে। স্মার্টফোনটি এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। স্মার্টফোনটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সংযোগ সমর্থন করবে।। তাছাড়া কুল স্মার্টফোনে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকতে পারে। স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসতে পারে তা এখনও জানায়নি লেইকো।

0 comments:
Post a Comment