সুখবরই বটে। বিশেষ করে যারা অা্ইফোন ৬এস ব্যবহার করছেন। তাদের জন্য অ্যাপল বিশেষ 'রিপেয়ার প্রোগ্রাম' চালু করেছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত উৎপাদন করা কিছু আইফোন ৬এস এ সমস্যার কথা জানিয়েছিল ব্যবহারকারীরা। আর তাই অ্যাপল এই ত্রুটিযুক্ত ফোনগুলিকে সারিয়ে দিতে নতুন এই সেবা চালু করেছে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অল্প কিছু সংখ্যক আইফোন ৬এস মডেল হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায়, এটি নিরাপত্তা ইস্যু নয় এবং শুধুমাত্র একটি সীমিত সিরিয়াল নম্বরের ডিভাইসে এই সমস্যা হয়েছে। আর আপনার ডিভাইসে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে অ্যাপল রিটেইল স্টোর বা অ্যাপল অনুমোদিত সার্ভিস প্রোভাইডার সেন্টারে চলে আসুন। আর এখানে এসে বিনামূল্যে আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বার দেখে ব্যাটারি রিপ্লেসমেন্ট করে নিন।’
তবে তিনদিন আগেই অ্যাপল আইফোন ৬এস প্লাস এর 'টাচ ডিজিজ' সমস্যায় ১৪৯ ডলার দিয়ে রিপেয়ার প্রোগ্রাম চালু করেছে। অ্যাপল বলছে, এই সমস্যার কারণ তাদের উৎপাদনে নয়। এই সমস্যা একাধিকবার ফোন অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। আর তাই এই সমস্যা সমাধান বিনামূল্যে করা হবে না। 'টাচ ডিজিজ' সমস্যায় ফোনের ডিসপ্লে মিটমিট করে এবং টাচ অপশন আর কাজ করেনা।

0 comments:
Post a Comment