চীনে গত নভেম্বর মাসে প্রায় বেজেলহীন মি মিক্স স্মার্টফোন উন্মোচন করেছি শাওমি। আর এবার চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি মি মিক্সের অপেক্ষাকৃত ক্ষুদ্র ভ্যারিয়েন্ট বাজারে ছাড়তে চলেছে।
মি মিক্স ন্যানো নামের স্মার্টফোনটির কিছু ছবি ইতোমধ্যে অনলাইনে প্রকাশ হয়েছে। স্মার্টফোনটি কবে নাগাদ উন্মুক্ত হবে তাও জানা গেছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি মি মিক্স ন্যানো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসতে পারে। ফাঁস হওয়া নতুন ছবিতেও বেজেলহীন স্মার্টফোন দেখা গেছে।
গুজব সত্যি হলে মি মিক্স ন্যানো স্মার্টফোনে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ সিস্টেম অন চিপসহ স্মার্টফোনটিতে চার জিবি র্যমা এবং ৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে। শাওমি ছয়জিবি ভ্যারিয়েন্টের ডিভাইসও বাজারে ছাড়তে পারে। শাওমি মি মিক্স ন্যানো সিরামিক বডিসহ ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতে বাজারে আসবে। স্মার্টফোনটির বিক্রয়মূল্য থাকবে ৪৩৪ মার্কিন ডলার।

0 comments:
Post a Comment