ব্যাটারি বিস্ফোরণের কারণে অক্টোবর থেকে নোট ৭ বাজারজাত বন্ধ হওয়ার পর স্যামসাংয়ের ধারাবাহিক ফোন উন্মোচনে বিঘ্ন ঘটে। নোট ৭ স্মার্টফোনের আগে প্রতিষ্ঠানটি আট মাস আগে গ্যালাক্সি এস-৭ বাজারে ছেড়েছিল। গ্যালাক্সি এস-৮ আসতে আরও চার মাস সময় লাগবে।
তবে তার মধ্যে অ্যাপল নতুন আইফোন ঠিকই বাজারে ছেড়েছে। আইফোন ৭ ও ৭ প্লাসের জেট ব্লাক সংস্করণও বাজারে ছেড়েছে অ্যাপল। নতুন রঙে আসা ফোনটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদমাধ্যম ম্যাকরিউমারস দ্য কোরিয়া হেরাল্ডের উদ্ধৃতি দিয়ে জানায়, গ্যালাক্সি এস-৭ স্মার্টফোনের গ্লসি ব্লাক সংস্করণ ডিসেম্বরের শুরুতে বাজারে ছাড়তে পারে স্যামসাং।
গ্যালাক্সি এস-৭ এবং এস-৭ এজ অবশ্য ব্লাক অনিক্স, সিলভার টাইটেনিয়াম এবং গোল্ড প্লাটিনাম রঙে বাজারে এসেছিল। এস-৭ এজও সম্প্রতি ব্লু কোরাল রঙে বাজারে এসেছে। সেক্ষেত্রে গ্লসি ব্লাক সংস্করণ ব্লাক অনিক্স থেকে কতোটা ভিন্নতর হবে সেটাই দেখার বিষয়। নোট ৭ স্মার্টফোনের ধারাবাহিকতা নষ্ট হওয়ার পর স্যামসাং যে অ্যাপলের দেখানো পথে হাঁটবে এটা অনুমেয়। অন্তত পূর্বেকার অভিজ্ঞতা সেটাই বলে। অ্যাপল ২০১৬ সালে রোজ গোল্ড সংস্করণে আইফোন ছাড়ার পরপরই গ্যালাক্সি এস-৭ এবং এস-৭ এজের পিঙ্ক গোল্ড ভ্যারিয়েন্ট বাজারে ছেড়েছিল স্যামসাং।

0 comments:
Post a Comment