চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে মেট ৯ স্মার্টফোনের স্বল্পমূল্যের সংস্করণটি জনসমক্ষে উন্মোচন করেছে। মেট ৯ লাইট নামের স্মার্টফোনটি ‘মেট ৯ প্রো’র মতো ডুয়াল ক্যামেরা সেটআপে বাজারে আসবে।
স্মার্টফোনটিতে ১.২৫ মিটার পিক্সেল সাইজসহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা বিদ্যমান। তাছাড়া ডেপথ ইনফরমেশন ধারণ করার জন্য ফোনটিতে ০.৩ সেকেন্ড কুইক ফোকাস পিডিএফসহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। তাছাড়া সেলফি তোলার জন্য এটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে।
হুয়াওয়ে মেট ৯ লাইট স্মার্টফোনে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে বিদ্যমান। হ্যান্ডসেটটিতে অক্টা-কোর কিরিন ৬৫৫ প্রসেসর আছে। ৩জিবি/৪জিবি র্যা ম এবং ৩২জিবি/৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজযুক্ত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলে। তবে ব্যবহারকারীরা অতিরিক্ত স্টোরেজ ব্যবহারের জন্য ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনটিতে হাইব্রিড ডুয়াল-সিম ফাংশন এবং রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ডিভাইসটি ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সংযোগ সমর্থণ করে। এটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান। মেটাল ইউনিবডিযুক্ত হুয়াওয়ে মেট ৯ লাইট স্মার্টফোনটি ধূসর, সোনালী এবং রুপালি রঙে বাজারে আসবে।

0 comments:
Post a Comment