বৈশ্বিক বাজারে এ বছর বাজেট ফোন ছাড়ার কথা আগেই জানিয়েছিল অ্যাপল। এরইমধ্যে মার্কিন প্রতিষ্ঠানটি আইফোন ৯-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। দুই সপ্তাহের মধ্যেই ডিভাইসটি উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্ট।

আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়, অবশেষে বহু প্রতিক্ষীত আইফোন ৯-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে অ্যাপল। ডিভাইসটিতে কোনো সমস্যা আছে কিনা এবং অ্যাসেম্বলি লাইন ঠিক মতো চলছে কি-না তা নিশ্চিত করবে এই প্রক্রিয়া। পরিকল্পনা মতো সব এগুলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পুরোদমে ডিভাইসটির উৎপাদন শুরু করতে পারে অ্যাপল।
হুট করেই বাজেট ফোন আনার পেছনে বড় কোনো কারণ রয়েছে বলে মন্তব্য সিনেটের। তাদের মন্তব্য, হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ক্রেতা ফিরিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে অবশ্য কোনো মন্তব্য করেনি মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর পর আবারো স্বল্পদামী আইফোন বাজারে আনছে অ্যাপল। ৩৯৯ ডলার মূল্যের ওই আইফোনের পর্দার আকৃতি হবে ৪.৭ ইঞ্চি। মার্চের শুরুতে উন্মোচন অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে অ্যাপল।
0 comments:
Post a Comment