আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন সবাই। 
প্রতিবারের মতোই এইবারও নিয়ে এলাম মজার ও কাজের একটা টিউটোরিয়া।
প্রায়ই একটা পোস্ট বা ম্যাসেজ দেখতে পাই এমনঃ ভাই, আমার মোবাইলটা রুটেড। এখন আমি কিভাবে আমার মোবাইলের কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবো?
হুম। আজকে এই পোস্টটাতে দেখবো কিভাবে খুব সহজেই কিভাবে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায়!
প্রতিবারের মতোই এইবারও নিয়ে এলাম মজার ও কাজের একটা টিউটোরিয়া।
প্রায়ই একটা পোস্ট বা ম্যাসেজ দেখতে পাই এমনঃ ভাই, আমার মোবাইলটা রুটেড। এখন আমি কিভাবে আমার মোবাইলের কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবো?
হুম। আজকে এই পোস্টটাতে দেখবো কিভাবে খুব সহজেই কিভাবে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায়!
তো আর দেরি কেন,
চলুন, খুব সহজেই বের করি কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড
আসুন দেখে নিই কি কি লাগবেঃ
১. একটি রুটেড অ্যান্ড্রোয়েড ফোন (যার অ্যান্ড্রোয়েড ভার্শন ৪+),
২. ছোট একটি সফটওয়্যার (যার লিংক দেওয়া আছে নিচে) ।
কি ভাবছেন? মাত্র দুইটা কমন জিনিষ দিয়েই কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবো?
হা হা হা। চলুন তাহলে দেখে নিই কিভাবে বের করবো পাসওয়ার্ড।
– প্রথমে নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
– এবার ইন্সটল করে ওপেন করুন।
– রুট পারমিশন চাইবে, তো অ্যালাউ করে দিন।
– তারপর আপনার আর কাজ নেই। নিচের ছবির মতো বের হয়ে আসবে আপনার মোবাইলে কানেক্টেড থাকা পাসওয়ার্ড!
খুব সোজা! তাই না! এবার তাহলে আসি!
ওহহো !! অ্যাপের ডাউনলোড লিংকই তো দেওয়া হয়নি। আচ্ছা, দিয়ে দিলাম নিচেই।
– ডাউনলোড লিংক –

0 comments:
Post a Comment