আস্সালামুয়ালাইকুম বন্ধুগণ। আশাকরি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
রবি সিমে ফ্রি নেট মোবাইল দিয়ে তো অনেক চালালেন বা চালাচ্ছেন। এবার একটু পিসিতেও চালান।
যা যা লাগবে:
★★ ২ টি মোবাইল এপ (লিংক নিচে দেওয়া আছে)
★★ ১ টি কম্পিউটার সফ্টওয়্যার (লিংক নিচে দেওয়া আছে)
★★ একটি ডেটা ক্যাবল (নেট শেয়ারের জন্য)
★★ ১ টি কম্পিউটার সফ্টওয়্যার (লিংক নিচে দেওয়া আছে)
★★ একটি ডেটা ক্যাবল (নেট শেয়ারের জন্য)
যা করতে হবে:
♦♦ প্রথনে আপনারা রবির অফিশিয়াল সেটিং এক্টিভ করুন।
♦♦ তারপর যে ভিপিএন দিয়ে আপনি ফ্রি ইউস করেন তা ওপেন করে কানেক্ট দেন।
♦♦ কানেক্ট হলে তারপর আমার দেওয়া লিঙ্ক থেকে মোবাইল এর জন্য যে দুটি এপ দেওয়া আছে তা ডাউনলোড করেন।
♦♦ ডাওনলোড করার পর FoxFi Key নামক এপ টি ওপেন করুন এটি আপনাকে অন্য একটি এপে এ নিয়ে যাবে। সেখানে দেখতে পাবেন সবার উপরে Usb mode অপশন আছে।
♦♦ টিক চিহ্ন দিন।
♦♦ আপনার পিসিতে মোবাইল টি ডেটা ক্যাবল এর সাহায্য কানেক্ট করুন।
♦♦ এর ডেভলপার অপশন থেকে ইউএসবি ডিবাগ মুড অন রাখুন।
♦♦ আমার দেওয়া লিঙ্ক থেকে পিসির জন্য যে সফটওয়ার দেয়া আছে তা ইন্সটল করুন।
♦♦ ইন্সটল করার পর আপনার পিসির ডান দিকে কোনায় নিচে সিস্টেম ট্রে এর এ্যারো চিহ্ন তে ক্লিক করলে সফটওয়্যার টির আইকন দেখতে পাবেন।
♦♦ আইনকন এর উপর ক্লিক করুন।
♦♦ সবার উপরে ইন্টারনেট অপশন এ ক্লিক করুন।
♦♦ দেখুন কানেক্ট হয়ে গেছে।
♦♦ কানেক্ট হলে তারপর আমার দেওয়া লিঙ্ক থেকে মোবাইল এর জন্য যে দুটি এপ দেওয়া আছে তা ডাউনলোড করেন।
♦♦ ডাওনলোড করার পর FoxFi Key নামক এপ টি ওপেন করুন এটি আপনাকে অন্য একটি এপে এ নিয়ে যাবে। সেখানে দেখতে পাবেন সবার উপরে Usb mode অপশন আছে।
♦♦ টিক চিহ্ন দিন।
♦♦ আপনার পিসিতে মোবাইল টি ডেটা ক্যাবল এর সাহায্য কানেক্ট করুন।
♦♦ এর ডেভলপার অপশন থেকে ইউএসবি ডিবাগ মুড অন রাখুন।
♦♦ আমার দেওয়া লিঙ্ক থেকে পিসির জন্য যে সফটওয়ার দেয়া আছে তা ইন্সটল করুন।
♦♦ ইন্সটল করার পর আপনার পিসির ডান দিকে কোনায় নিচে সিস্টেম ট্রে এর এ্যারো চিহ্ন তে ক্লিক করলে সফটওয়্যার টির আইকন দেখতে পাবেন।
♦♦ আইনকন এর উপর ক্লিক করুন।
♦♦ সবার উপরে ইন্টারনেট অপশন এ ক্লিক করুন।
♦♦ দেখুন কানেক্ট হয়ে গেছে।
♦♦ এবার যে কোন ব্রাউজার দিয়ে ফ্রি ইউস করুন।
না বুঝলে ভিডিও দেখুন।(ভিডিও লিংক নিচে দেওয়া হলো)
না বুঝলে ভিডিও দেখুন।(ভিডিও লিংক নিচে দেওয়া হলো)
এপ এবং ভিডিও লিংক

0 comments:
Post a Comment