Screen capturing app: পাওয়ার বাটনের ব্যবহার কমিয়ে নিন
শুভ সন্ধ্যা বন্ধুগণ
আশাকরি সবাই দয়াময় আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও তার দয়ায় অনেক ভালই আছি। আজ আমি আপনাদের সাথে খুব ই ভালো/প্রয়োজনীয় একটি আন্ড্রোয়েড এপ সম্পর্কে বলবো।
এন্ড্রোয়েড মোবাইল আছে কিন্তু স্ক্রিন ক্যাপচার করেন না, এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। বিভিন্ন কারণে আমরা স্ক্রিন ক্যাপচার করে থাকি। কিন্তু কতোবার আর পাওয়ার বাটনের সাথে যোদ্ধ করবেন ??
যোদ্ধ ছেড়ে পাওয়ার বাটন ব্যবহারের বিকল্প একটি এপ নিয়ে নিন যা দিয়ে আপনি খুব সহজেই আপনার স্ক্রিনকে ক্যাপচার করতে পারবেন।
**** এপ সম্পর্কে কিছু কথা ****
নামঃ Screenshot touch
সাইজঃ ১.৭ এমবি
সুবিধাঃ খুব সহজেই এক ক্লিকেই স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, এটা দিয়ে ছবি ক্রোপ করতে করতে পারবেন, ছবি দেখার কাজেও এটাকে ব্যবহার করতে পারবেন, ক্যাপচার করা ছবির উপর আঁকাআকি করতে পারবেন, এপ এর আইকন স্ক্রিনের যেখানে খুশি রাখতে পারবেন।
অসুবিধাঃ ললিপপ এবং এর উপরের ভার্সন এর জন্য শুধু । 
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ৫ সেকেন্ড অপেক্ষা করে SKIP AD এ ক্লিক করলেই এপটি দেখতে পাবেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। টেকনোলোজিকে কে উন্নত করুন।
টেক সম্পর্কে যেকোন প্রকার তথ্য, মতামত, সাহায্য পেতে, করতে আমাদের সাথে
ফেচবুকে যোগাযোগ করুন।
আমাদের ফেচবুক পেজঃ Helping Zone BD
আমাদের ফেচবুক গ্রুপঃ Helping Zone BD
0 comments:
Post a Comment