আমাদের অনেকের ফোনেই Data Connection অন করার পরে কিছু ডাউনলোড না করে ফোন ডিস্পলে অফ করে রেখে দিলেও SIM এর Megabyte Package থেকে Data কাটতে থাকে। এজন্য আমরা মাঝে মধ্যে অপারেটর কে গালাগালি করলেও আসল সমস্যা আমাদের ফোনেই।
কারণ হচ্ছে আমরা কোন কিছু ডাউনলোড বা ব্রাউজ না করলেও ব্যাকগ্রাউন্ডে কিছু App নিজেদের Update করতে থাকে, কেউ কেউ Advertisement ডাউনলোড করতে থাকে। একই কারণে আপনি ৫ মেগাবাইট ফাইল ডাউনলোড করলে খরচ দেখা যায় ২০ মেগাবাইট।
DroidWall একটি ছোট্ট App যার সাহায্যে খুব সহজেই আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন App Data Connection ব্যবহার করতে পারবে, আর কোন কোন App Data connection ON থাকলেও ব্যবহার করতে পারবে না। এতে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার না হওয়ার কারণে Download Speed ও পাবেন অনেক বেশি!
কিভাবে করবেন:
১. DroidWall Install করুন
২. Droidwall open করে যে যে App কে Data Connection দিতে চান তাদেরকে সিলেক্ট করুন
৩. এরপর ফোনের Recent Button চেপে ধরলে Option আসবে, সেখান থেকে FireWall Active করুন, ব্যস কাজ শেষ।
Note: Bluetooth এবং ShareIt এই দুটি App কে WiFi এবং Mobile Data দুইটিই Grant রাখবেন DroidWall এ, নাহয় এগুলো দিয়ে Data আদান প্রদান করতে পারবেন না।
কিছু কিছু ডিভাইসে Droidwall Activate করলে সিলেক্টেড App ও Data Connection পায় না। তখন এক্সট্রা কিছু App কেও Data Connection Allow করতে হবে। এই App গুলোকে Allow করলেও তারা ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করবে না। এগুলো হচ্ছে:
- (Kernel) – Linux Kernel
- (Root) – Applications running as root
- ConfigUpdater
- Gps
- Linux Shell
- Media Server
- PacProcessor
- ProxyHandler
- Setup Wizard
- VPN Networking
Download Corner

0 comments:
Post a Comment