আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি অনেক দিন ধরে টিউন করতে পারি নাই,কারন আমার Exam ছিল।এবার আমি আপনাদের জন্য পিসি তে এবং মোবাইল এ ফ্রি নেট নিয়ে আসছি। এবার কাজের কথায় আসা জাক।
এর জন্য যা যা লাগবেঃ
১.একটি android স্মার্টফোন .(অবশ্যই রবি সিম এর হতে হবে)
2.একটি পিসি
৩.USB Cable
[বিঃদ্রঃ মোবাইলে কোনো টাকা বা এম্বি রাখা যাবে না,তাছারা সব কাজ ঠিকভাবে না করলে, কাজ নাও হতে পারে তাই পুরো টিউন টি ভালভাবে পরবেন]
প্রথমে নিচের লিঙ্ক থেকে জিপ ফাইল টি নামিয়ে নিন।
এখানে ৪ টি ফাইল পাবেন:
১.pdanet+.apk
2.pdanet.exe
3.XP Psiphon,
4.Robi by Rakib
এবার যিপ ফাইল টি এক্সট্রাক্ট করুন। সেখান থেকে XP PSIPHON আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করুন,এবার ওপেন করুন।নিচের মত একটি মেনু আসবে,
এরপর অপশন মেনু তে জান
সেখান থেকে import config এ ক্লিক করুন .
এখন সেখানে RObi By Rakib (এই ফাইল টি আপনি আমার দেওয়া জিপ ফাইল এ পাবেন)
ফাইল টি সিলেক্ট করে IMPORT করুন।
password চাইলে "Rakib" দিন।
এবার এটি হোম পেজ এ ফিরে যাবে।এবার সেখানে অনেক সারভার দেখতে পাবেন।আপ্নি শুধু JAPAN অথবা Best Performance সিলেক্ট করুন,
এবার কানেক্ট দিন,পারমিশন চাইলে দিন। কিছুটা সময় নিবে। ব্যাস হয়ে গেল। এবার Tools এ গিয়ে দেখুন Tunnel whole Device সিলেক্ট করা আছে কী না। এবার ফ্রী তে মোবাইলে নেট চালান।মাঝে মধ্যে Disconnect হোতে পারে তবে, তা কিছুই না । সব সময় japan ব্যবহার করতে পারেন।
এবার চলুন পিসি তে কানেক্ট করিঃ
প্রথমে মোবাইল এ (PDANET+) ইন্সটল করুন, এবার আপনার মোবাইল এ সেটিংস এ Develpoer options এ গিয়ে USB Debugging চালু করুন। এবার একটি ইউএসবি ক্যাবল দিয়ে পিসি এর সাথে কানেক্ট করুন। এবার আপনার পিসি তে pdanet.exe ফাইল টি ইন্সটল করুন।
ইন্সটল করার পরে টাস্কবার থেকে ওপেন করুন।(এটিকে আপনি আপনার টাস্কবার এ দেখতে পাবেন)
এবার মোবাইলে pdanet+ ওপেন করুন,
Activate USB Theter এ ক্লিক করুন। এবার একই সাথে পিসি তে টাস্কবার মেনু থেকে Pdanet আইকন এ ক্লিক করুন এবং connect দিন,একটু সময় নিবে। ব্যাস কানেক্ট হয়ে গেল।
তাছাড়া আপনি পিসির Pdanet এ সেটিংস এ গিয়ে (auto connect when attached) এ মার্ক করে দেন। (আপনি ইচ্ছে করলে Wifi দিয়েও ইউস করতে পারেন।)
এবার যেকোনো ব্রাউসার এ ঢুকে নেট ফ্রী তে ইউস করুন।যেমন আমি নিচের screenshot টা দিলাম,
এরপরের টিউনে আরও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

0 comments:
Post a Comment