আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন সবাই?
কেমন আছেন সবাই?
আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি।
টিউনের টাইটেল দেখে এতক্ষনে হয়তো বুঝে গেছেন আজকের টিউনের বিষয়।
আজকের পোস্টির দ্বারা আপনে চাইলে
এখন থেকে খুব সহজে ফোন কল চলা
অবস্থায় গানও শুনতে পারবেন আবার কথাও
বলতে পারবেন।
আসলে এই কাজটি করতে চাইলে বেশি কিছু
করতে হবে না আপনাকে।শুধু প্রয়োজন
ছোট একটি অ্যান্ড্রয়েড এ্যাপ।
Download
চলুন দেখে নেয় কি কি করতে পারবেন এবং
কিভাবে তা করবেনঃ
★ এ্যাপটিকে আপনে সাধারন Music Player
হিসাবে ব্যাবহার করতে পারবেন।
★ চাইলে নাম্বার টাইপ করে অথবা সেভ করা
নাম্বার থেকে নাম্বার খুজে কল করতে
পারবেন।
★ গানের ও কলের সাউন্ড কম/বেশি করতে
পারবেন।
★ গান পাল্টাতে ও বন্ধ করতে পারবেন।
★ প্লে লিষ্ট তৈরী করতে ও সেভ করতে পারবেন।
★ এ্যালবাম অনুসারে গান খুজতে ও তা চালাতে পারবেন।


0 comments:
Post a Comment