গুগল ক্রোম কিংবা মোজিলা ফায়ারফক্সের বদলে উইন্ডোজ ১০ ইউজাররা এজ ব্রাউজার ব্যবহার করবে এটাই চায় মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট নতুন এজ ব্রাউজারের দুটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনে এজ ব্রাউজারের নিরাপত্তা এবং পারফরম্যান্স দেখানো হয়েছে।
মাইক্রোসফটের নতুন বিজ্ঞাপনটি গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে তুলনা করে এজ ব্রাউজার কতুটুক দ্রুতগতির এবং নিরাপদ তা দেখানোর চেষ্টা করেছে। পরবর্তীতে বিজ্ঞাপনে বলা হয়েছে, এজ ব্রাউজার ক্রোমসহ অন্যান্য ব্রাউজার থেকে অনেক দ্রুতগতির এবং নিরাপদ।
প্রতিষ্ঠানটি এজের ডেভেলপমেন্টে প্রচুর বিনিয়োগ করেছে। তবে ব্রাউজারটির ব্যবহার এখনও বাড়েনি, কেননা এর ব্যবহারযোগ্যতা সীমিত। মাইক্রোসফট এজ শুধুমাত্র উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেই উপস্থিত। উইন্ডোজের অন্যান্য সংস্করণে এজ ব্রাউজার ছাড়ার কোন পরিকল্পনা এখনও মাইক্রোসফট করেনি।

0 comments:
Post a Comment