আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ আপনাদের সাথে নিত্য প্রতিদিন ব্যবহৃত কমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো।অ্যাডভান্সড অক্সফোর্ড ডিকশনারি অ্যাপ ব্যবহার করেছেন কখনো? ১.২৯ জিবির সেই অক্সফোর্ড ডিকশনারি টিকে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম সেরা বলা হয়ে থাকে।আজ আমি আপনাদের সাথে যে ডিকশনারি অ্যাপ টি নিয়ে এসেছি এটিকে আমার কাছে অনেক দিক দিয়েই সেই অক্সফোর্ড ডিকশনারির বাংলা ভার্সন মনে হয়েছে।জাস্ট অসাধারণ ,অসাধারণ একটি ডিকশনারি অ্যাপ।
এটি একটি ডিকশনারি এন্ড্রয়েড বেসড অ্যাপ! আপনি যদি গুগলে বাংলা ডিকশনারি লিখে সার্চ দেন তাহলে দেখবেন বেশ অনেক গুলো অ্যাপ চলে আসছে।এদের মাঝে অনেক অ্যাপ ই ভাল কিন্তু সেসবের মাঝে বেস্ট কোনটা তা পেতে আমাদের বেগ পোহাতে হতে পারে।কিন্তু আজ যেই অ্যাপটি নিয়ে এসেছি এটি আপনার ডিকশনারির সকল চাহিদা মিটাবে।একবার কেউ এটি ব্যবহার করলে সে নিয়মিত একে সঙ্গী করে নিবে তা আর বলার অপেক্ষা রাখেনা।চলুন এর কিছু ফিচার দেখে নেই…।
বিশেষ বৈশিষ্ট্যাবলিঃ
- বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ডিকশনারি
- যেকোন শব্দের Synonym ,Antonym সহ সেটির ব্যাখ্যা, বিশেষ উক্তি,উদাহরণ সহ গ্রামার এর সুবিধা
- MCQ পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই করে নেয়ার সুবিধা
- অনলাইন বা অফলাইন থেকে কোন আর্টিকেল বা প্যারাগ্রাফ কপি করলে সেটি স্ক্যান হয়ে তার বাংলা বা ইংলিশ অনুবাদ চলে আসবে।
- প্রতিদিন একটি করে নতুন ওয়ার্ড ,নতুন উক্তি, নতুন এম সি কিউ নোটিফিকেশনের মাধ্যমে এসে আপনাকে প্রতিনিয়ত আপডেট রাখবে।
- ফ্ল্যাশ কার্ডে বা গেম খেলার মাধ্যমে নিজের জ্ঞান কে আরো সমৃদ্ধ করতে পারবেন
- সম্পূর্ণ অফলাইন সুবিধা
- বিভিন্ন থিম চেঞ্জ করার সুবিধা ছাড়াও আরো চমকপ্রদ সব ফিচারে আপনি মুগ্ধ হয়ে যাবেন।আর এর প্লেস্টোর রেটিং ও বেশ হাই লেভেলে রয়েছে , 4.6/5
আপনি যদি একজন ছাত্র বা শিক্ষানবিশ হয়ে থাকেন বা আপনার যদি প্রায়শই বাংলা থেকে ইংলিশ অর্থ বা ইংলিশ থেকে বাংলা অনুবাদের প্রয়োজন হয় তাহলে এই ডিকশনারি টি অবশ্যই নিয়মিত স্টাডি করা উচিত বলে মনে করি।এই টাইপের আরো একটি ডিকশনারি নিয়ে আলোচনা করেছিলাম আমি্ সেই পোস্ট টি দেখে নিতে পারেন , তবে এখন সব দিক দিয়ে এটিকেই আমার বেস্ট মনে হয়।আপনিও ট্রাই করে দেখতে পারেন।

0 comments:
Post a Comment